Skip to main content

Growing Up.

I have spent my life in many parts of east and north Indian part. Starting from far east, Guahati(Assam), Bongaigaon(Assam), Siliguri(West Bengal, Kalyani(West Bengal), Kolkata(kolkata), Katihar(Bihar), New Delhi.

These all places have given me a vast knowledge, friends, and few good & bad but fantastic experiences. Those always helped me to grow as a human being.

Comments

Popular posts from this blog

Air france crash.

It is very painful to hear the news of the Air France crash. From humanitarian point it is one of the most dangerous crash as the Air India Flight-Kanishka's crash in '80s. Because there is very little chance of escaping the horrific fate. Dear God Please help them and help the rescue team to work. Hope in future we will able to build more powerful radars that can track aircraft in mid ocean and get to them as quickly to rescue the people. Hope for the best.

ফুচকা...

ফুচকা, এই শব্দ শুনলেই যেন পঞ্চ ইন্দ্রিয় জেগে ওঠে। এখন ভেবেই পাইনা যে, একটা সময় ছিল যখন ফুচকা একদম পছন্দই করতাম না। সময় বদলেছে, ফুচকা এখন আনন্দ। তা দু-তিন দিন ধরেই ভাবা হচ্ছে সন্ধ্যাবেলা ফুচকা খাবার কথা। কিন্তু হচ্ছে না! গতকাল কলম কিনতে গিয়ে দেখলাম রমরমিয়ে ফুচকা বিক্রি চলছে। তখনই ভেবেনিলাম, নাহ্ আর অপেক্ষা নয়, কাল হবেই। যথা ভাবনা তথা পদক্ষ্যেপ! ব্যাগ ও ঠান্ডা পানিয়ের খালি বোতল নিয়ে বেরিয়ে পড়লাম। বেরানোর সময় মেয়ের সেই আনন্দঘন মুখটা! ওর কথা ভাবতে ভাবতেই হাঁটছিলাম। বড় রাস্তায় উঠতেই দেখি আসবাবপত্রের দোকানটা খুলেছে। গত কদিন আগের দূর্ঘটনা হয়তো কাটিয়ে উঠছে তাঁরা! হুস্ করে একটা অটো পাশ দিয়ে বেরিয়ে গেল। অন্যান্য দোকানিরাও সন্ধ্যার ধূপধুনো দিয়ে সান্ধ্য ব্যবসা খুলছেন। মৃদু মন্দ হাওয়া চলছে, বেশ লাগছে। তথ্য প্রযুক্তিতে কাজ করার ফলে আজকাল আর সন্ধ্যা দেখা হয়না যে। তাই এই সব সাধারণ রোজকার ব্যাপারগুলোও ভালোলাগছে। যেমন কোনকিছুর অভাব ই তাকে সাধারণত সুন্দর করে তোলে, এও ঠিক তেমন! কিন্তু এই সবই বাঁধ সাধলো সামনের মোড়টা ঘুরতেই। দেখি তিনি অর্থাৎ ফুচকাওয়ালা আসেননি! ওঁর ঐ এক অসুবিধে, রোজ ও ...

The Journey Begins.......

Hi All, It's been a nice to float myself, my thoughts to the vast ocean of beautiful peoples. The reason I am floating this blog is to share my thoughts on every thing and then hear from you. Hope we will have a great ADDA(It is Gossip in English).